...
Monday, August 18, 2025,

IPL: ম্যাচ ইডেনেই, ৬ নয় ৮ এপ্রিল

Total Views: 38

দীপঙ্কর গুহ ( এডিটর ইন চিফ) :

BreakingNews

রামনবমীর দিনে #ইডেনে হচ্ছে না #KKRvsLSG ম্যাচ। #sundayfunday না হয়ে হতে চলেছে #TuesdayTwister 🏏🤓…. #pinnaclenews #pinnaclenewstv এটা জেনে আগেই লিখেছিল:: ম্যাচ সরবে না ইডেন থেকে। হ্যাঁ, আমরাই লিখেছিলাম, ইডেনে ৭ টি #KKR এর #league ম্যাচ। তার থেকে একটা সরে গেলে কে দায় নেবেন? কেন আগে থেকে এই ডেট আর পূজা – পার্বণ বুঝে #cricketassociationofbengal #বিসিসিআই কে জানিয়ে রাখে নি?

যাই হোক, #SouravGanguly আর #avisekhdalmia র যৌথ প্রচেষ্টা আর সমঝোতায়, ম্যাচ ইডেন ছেড়ে যায়নি। সৌরভ গাঙ্গুলি সামলে নিলেন #IPL এর টিভি সম্প্রচার স্বত্ব হাতে থাকা #StarSports #JioHotstar সংস্থার শীর্ষ কর্তাদের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী সঙ্গে দারুণ সখ্যতা ওই সংস্থার #CEO মাধবনের। এই কদিন সময় লাগলো, #লজিস্টিকাল ইস্যু সামলাতে। সেটা সামলে নিতেই, ঠিক হয়ে মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে ম্যাচটি করা যায়। ইডেনে আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে সকল প্রথম সারির বোর্ড কর্তারা কলকাতায় হাজির ছিলেন। সেইসময়ই ম্যাচের ভবিষ্যত নিয়ে প্রাথমিক কথা হয়েছিল। আইপিএল গভর্নিং কাউন্সিলের দুই কর্তা অরুন ধুমাল এবং অভিষেক ডালমিয়া আশাবাদী ছিলেন ক্রীড়া সূচিতে এই ম্যাচের দিন বদলের জায়গা আছে। গত মরসুমে এই দিনেই ( রামনবমীতে) কেকেআরের ম্যাচ ছিল ইডেনে। সেবারও এমন ব্যবস্থা করা হয়েছিল।

ছিল #RishabhPant দের ম্যাচ রবিবার। এপ্রিলের গরমে যা শুরু হবে মঙ্গলবার কাজের দিনে বেলা সাড়ে তিনটিতে। কেকেআর চায় নি, ম্যাচ অন্য কোথাও যাক। কিন্তু সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এর একটি বিবৃতি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কেকেআরের সিইও #VenkyMysore এই নিয়ে সভাপতির সামনে ক্ষোভ প্রকাশ করলে, সংস্থার সভাপতি নিজের ফোন থেকে এক প্রচার মাধ্যম শীর্ষ প্রতিনিধিকে ধরেন। স্পিকার ফোন ( সম্ভাবনা প্রবল) অন করে খবরের ভিত্তি নিয়ে সংশয় দূর করেন।

আপাতত ম্যাচ ইডেনেই হচ্ছে। হয়তো এই ম্যাচের টিকিটের দামও অনেকটা কমে যাবে। বিসিসিআই এর থেকে সরকারি ঘোষণা শুধু সময়ের অপেক্ষায়।

#IPL2025 #eden #KKRvsLSG

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *