...
Friday, August 22, 2025,

Cricket : টাউন ক্লাবে সদস্য হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Total Views: 330

দীপঙ্কর গুহ ( এডিটর ইন চিফ) :

এবার ময়দানের বহু আলোচিত টাউন ক্লাবের সদস্য হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই ক্লাবের কার্যকরী সভাপতি হয়েছেন প্রয়াত দক্ষ ক্রীড়া প্রশাসক অশোক কুমার ঘোষ এর একমাত্র ছেলে – বিশাখ ঘোষ ( মোহর)। তিনি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে একাধিক পুরানো ক্লাব হিতৈষী দের ফিরিয়ে এনেছেন। ওনার প্রচেষ্টায়, এবার সৌরভ গঙ্গোপাধ্যায় এই ক্লাবের সদস্য হতে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি ভাবে মোহনবাগান – ইস্ট বেঙ্গল এর সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। হালে এরিয়ান ক্লাবের সভাপতি হয়েছেন। নিজেদের পরিবারের ক্লাব বরিষা স্পোর্টিং ক্লাব তো আছেই।

ময়দানে টাউন ক্লাব ফেলে আসা দের মাস আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ক্লাবের সদস্য – প্রতিনিধি দেবব্রত দাস সিএবির যুগ্ম সচিব। একমাস আগে টাউন ক্লাবের সভাপতি নাম করে একটি চিঠি পাঠানো হয়েছিল সিএবি থেকে। সেই চিঠির মাধ্যমে ক্লাব জানতে পারে , ক্লাবের থেকে কয়েক লক্ষ্য টাকা পাবে রাজ্য ক্রিকেট সংস্থা। সেই সময় ক্লাবের বিশেষ সাধারণ সভা ডেকে, এই চিঠি পড়া হয়। দেবু বাবু সভার মুড বুঝে সভা ছেড়ে বেড়িয়ে যান। ওঁর ছেলে, দেবনিক দাস ( রাহুল) ক্লাবের সাধারণ সচিব হয়ে সভা ছেড়ে যাননি। সেই সভায় ঠিক হয়েছিল, ২ মার্চ সিএবির বিশেষ সাধারণ সভায় স্বয়ং সভাপতি ক্লাবের প্রতিনিধি হয়ে যাবেন। দেবব্রত দাসের পছন্দ মাফিক কাউকে পাঠানো হবে না। এমনটাই জেনেছিলাম, ক্লাবের একাধিক সদস্যদের থেকে।

সেই সভায় সভাপতি যান। ওইদিনই রাজ্য সংস্থা ঋদ্ধিমান সাহাকে অবসরের পর বিশেষ সংবর্ধনা দেয়। টাউন সভাপতি সেই মঞ্চেই ঋদ্ধিমানকে ( এই প্রাক্তন জাতীয় ক্রিকেটারটির সম্পর্কে অপমানজনক কটুক্তি করেছিলেন টাউন ক্লাবের প্রতিনিধি দেবব্রত দাস, তাই বাংলা ছেড়ে ত্রিপুরা খেলতে চলে গিয়েছিলেন ঋদ্ধি) ” এক অন্যায়ের প্রায়শ্চিত্ত” করতে চেয়েছিলেন টাউন ক্লাব সভাপতি। কিছু কিছু নিয়মের জাঁতাকলে তা সম্ভব হয়নি। বিশাখ জানিয়েছেন, বাংলা নুতন বছরে সেই অনুষ্ঠান ক্লাব করতে চলেছে।

ময়দান এরই মধ্যে বুঝে গেছে “বিতর্কিত” দেবু বাবুকে টাউন ক্লাব প্রতিনিধি করে আর সিএবিতে পাঠাবেনা। স্বয়ং সভাপতি আসবেন। সৌরভকে ক্লাবের সদস্য করার কাজটি সেরেছেন সভাপতি। ময়দানে অনেকেই জানেন না, সৌরভ – স্নেহাশিস এর প্রয়াত বাবা চন্ডী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রয়াত অশোক কুমার ঘোষের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জাতীয় দলে ডাক পাওয়ার পর চন্ডী বাবু, সৌরভকে নিয়ে অশোক ঘোষের বাড়িতেও গিয়েছিলেন। নিয়মিত যাতায়াত ছিল দুই পরিবারের। পরের প্রজন্ম সেটা ধরে রেখেছে। সৌরভ হাজির ছিলেন বিশাখ এর মেয়ে, অভিনেত্রী রিদ্ধিমার ( অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বৌমা এখন) বিয়েতে। এমনকি ওনার ছেলের বিয়েতেও গিয়েছিলেন সৌরভ।

এই ক্লাবের সদস্য পদ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কি আরও একটি ক্লাবের উপর ক্ষমতা কায়েম করতে চাইছেন…. ময়দানের একাংশ এই নিয়ে বিভ্রান্ত। এরপর কি এই ক্লাবের আর্থিক শাস্তি মুকুব হয়ে যাবে? আপাতত, ময়দান আবার টাউন ক্লাব এবং সৌরভ গপ্পে রসদ পেতে চলেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *