Pinnaclenews Desk :
যাবতীয় সব সংশয় কাটিয়ে ইডেনেই হতে চলেছে কেকেআর বনাম লখনউ আইপিএলের ম্যাচটি। ৬ই এপ্রিল রামনবমী বলে সংশয় দেখা দিয়েছিল নিরাপত্তা নিয়ে। সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় একসময় জানিয়েছিলেন, কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একই দিনে এত মানুষের জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেইমতো কলকাতা পুলিশের থেকে মেল পাওয়ার পর সিএবি বিসিসিআইকে অনুরোধ করে ওই দিনের ম্যাচটি পরিবর্তন করতে। কিন্তু বিসিসিআই বেশি সময় নেয়নি ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে। জানিয়ে দিয়েছিল ক্রিয়াসূচি পরিবর্তন করা এই মুহূর্তে সম্ভব নয়। ইতিমধ্যে ইডেনে এবারের ১৮ তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে। বোর্ডের প্রথম সারির কর্তারা এসেছিলেন। ইতিমধ্যে প্রথম সারির শেষ কর্তাদের সঙ্গে ৬ এপ্রিলের ম্যাচ নিয়ে আলোচনা হয়।
কে কে আর অবশ্য চাইছে ইডেনেই এই ম্যাচ হোক। এমনকি লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েনকা কলকাতারই মানুষ । তাঁর মূল ব্যবসা গোটা বাংলা জুড়ে। স্বাভাবিক কারণে তিনিও চান আইপিএলের এই হাইভোল্টেজ ম্যাচটি ইডেনেই হোক। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন লন্ডনে। প্রাথমিকভাবে তিনি ইচ্ছা প্রকাশ করে গেছেন যে রামনবমী হলেও ইডেনের ক্রিকেট ম্যাচ যেন অন্যত্র না চলে যায়। কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা অবশ্য নিজেদের মধ্যে কয়েক দফার আলোচনা সেরে ফেলেছেন। বিশ্বস্ত সূত্র বলছে ৬ ই এপ্রিল রামনবমীর দিন বিকেলে ইডেনে হাই ভোল্টেজ ম্যাচটি আয়োজনের যাবতীয় প্রস্তুতি মানসিকতা নিয়ে ফেলেছে কলকাতা পুলিশ। চূড়ান্ত সিদ্ধান্ত নাকি জানা যাবে মাননীয়া মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই।
আপাতত ইডেন প্রস্তুতি সারছে ৩ এপ্রিল কেকেআরের পরবর্তী হোম ম্যাচ নিয়ে।
সেই জুটি ইডেনে