...
Friday, August 15, 2025,

Cricket : আইপিএলে গুজরাটের ব্যাটিং গোলায় চুরমার দিল্লি দরবার

Total Views: 17

PinnacleNews Desk : ২০ ওভারের ম্যাচ। আইপিএল বলে কথা। তাও ম্যাচ যখন গুজরাট আর দিল্লির। দুই দল দাপটে খেলছে এবার। দিল্লি দলের নায়ক কে এল রাহুল সেঞ্চুরি করে দলের রান পৌঁছে দেন ১৯৯ তে। ২০০ করলে ম্যাচ জয়। অর্থাৎ শুরু থেকে ওভার পিছু ১০ রান! দিল্লির ফিরোজ শাহ কোটলা দেখলো এক অবিশ্বাস্য ব্যাটিং । ১০ উইকেটে ম্যাচ জিতে নিল) শুভমন গিলের গুজরাট টাইটানস। এখনও তাদের দুটি ম্যাচ বাকি। পয়েন্ট টেবলে সকলের উপরে। আর প্লে অফে খেলা নিশ্চিত। সাই সুদর্শন আগামী দিনের এক উজ্জ্বল তারকা আবার সকলে দেখে নিল।‌ দূর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি ।‌ সঙ্গে দলের নেতা শুভমন গিলের ঠান্ডা মাথায় সাবলীল ব্যাটিং ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *